বুধবার, আগস্ট ৬, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে গরীব দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে গরীব, দুঃস্থ ও অসহায় প্রায় ৩২০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার মানিকনগরে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

‎বিএনপি নেতা ও ঈশ্বরদী উপজেলা চাউল কল সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মহলদা‌রের আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মইনুল হোসেন সরদার, সাহাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রমজান আলী, সাজেদুল মেম্বার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, পলান ফকির, হাসান আলী বিশ্বাস, হাফিজুর রহমান মুকুল, মহাবুল মেম্বার হাসিব ও ইমন সহ আরো অনেকেই।

‎এসময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

‎আয়োজক হাবিবুর রহমান মহালদার বলেন, “অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।”

‎প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব বলেন, “এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের প্রতিটি মানুষের করা উচিত। গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।”

‎স্থানীয়রা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আশা প্রকাশ করেছেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর