সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর রূপপুরে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার প্রধান আসামি সৌরভ হোসেন ওরফে হাত কাটা টুনটুনিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন টুনটুনির ছোট ভাই মেহেদী হাসান শাওন (২৬) ও একই এলাকার বাসিন্দা ফজলুর ছেলে সুইট (২৫)।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, দীর্ঘ অনুসন্ধান ও নজরদারির পর আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।
প্রসঙ্গত, কয়েক মাস আগে রূপপুরে যুবলীগ কর্মী মানিক খুন হন। এ ঘটনায় হাত কাটা টুনটুনি মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
/এমএ