ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ইফতার মাহফিলে বিরিয়ানি খেয়ে সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (২৩ মার্চ) ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
ইফতারে পৌর শহরের ঢাকা বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি ও রোস্ট সরবরাহ করা হয়। খাওয়ার কিছুক্ষণ পরেই অনেকের পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। কয়েকজনের অবস্থা গুরুতর হলে তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক উজ্জ্বল হোসেন প্রধান বলেন, “ইফতারির পর থেকেই শরীরে অস্বস্তি শুরু হয়, পরে বমি ও ডায়রিয়া হয়। খাবার পঁচা বা বাসি ছিল বলে মনে হচ্ছে।”
অসুস্থ আরেকজন এম আর রাসেল বলেন, “নিম্নমানের খাবার সরবরাহ করার জন্য রেস্তোরাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”
এদিকে ঘটনার পর থেকেই স্টেশন রোডের ঢাকা বিরিয়ানি হাউজ বন্ধ রয়েছে। তবে রেস্তোরার মালিক মো. আজিজুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ জানান, “বিষয়টি শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সিয়াম রহমান/এমএ