শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ সদস্যদের মাঝে মহিলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ

হাসান আহমেদ প্রান্ত, নারায়ণগঞ্জ: বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

মঙ্গলবার দুপুরে ১২ টায় বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ চাষাড়াস্থ জেলা কার্যালয়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

ঈদ সামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ , জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী, সহ-সভাপতি এডভোকেট হাসিনা পারভীন, কমলা দে ও কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সমাজ কল্যাণ ও স্বাস্থ্য সম্পাদক নাসরিন ইসলাম, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, লিগ্যাল এইড সম্পাদক এডভোকেট জেসমিন আজিজা, প্রশিক্ষণ সম্পাদক লায়লা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী আবেদীন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, অর্থ সম্পাদক শীলা সরকার, সদস্য রওশন আরা পারুল, রাশিদা বেগম, কাওছার আক্তার পান্না, ফাহমিদা আজাদ,  নীলা আহমেদ, সনু রানী, দীপা রায় প্রমূখ। 

অনুষ্ঠানে কুমুদিনী বাগান, ভূঁইয়ারবাগ, শীতলক্ষ্যা, ঋষিপাড়া, আমলাপাড়া, চাষাড়া, খানপুর ব্যাংক কলোনি, গলাচিপা, পাঠানটুলী, মিশন পাড়া, আলামিন নগর, ভোলাইল, বন্দর এলাকার অসহায় দু:স্থ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর