শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ডাকাতির নাটকে কোম্পানীর টাকা আত্মসাতের চেষ্টা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: মনোহরদীতে প্রহসনমূলক ডাকাতির ঘটনা সাজিয়ে নেসলে কোম্পানীর ড্রাইভারসহ ৩ কর্মচারীর প্রায় আড়াই লাখ টাকা আত্মসাত চেষ্টা ফাঁস হয়ে পড়েছে।মনোহরদী থানা পুলিশ প্রকৃত ঘটনাটি উদঘাটন ও টাকা উদ্ধারে সমর্থ হয়েছেন।

মনোহরদী-লেবুতলা রাস্তার গজারিয়া ব্রীজের উপরে গত ২৪ মার্চ নেসলে কোম্পানীর একটি মিনিকাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায় নগদ প্রায় প্রায় ৩ লাখ টাকা ও ৩ টি মোবাইল ফোন সেট লুন্ঠিত হয় মর্মে অভিযোগ উঠে।এতে ধারালো অস্ত্রের মুখে ডাকাতি ও কাভার্ড ভ্যানটি ক্ষতিগ্রস্থ হয় বলে নেসলের কর্মচারীদের পক্ষ থেকে দাবী করা হয়।

খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে মনোহরদী থানায় একটি ডাকাতি মামলাও দায়ের হয়। মনোহরদী থানা পুলিশ প্রথম থেকেই বিষয়টি সন্দেহের চোখে দেখতে থাকেন।পরে কাভার্ডভ্যান চালক মেহেদী মৃদুল সহ নেসলে কোম্পানীর ৩ কর্মচারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তাদের ডাকাতির নামে টাকা আত্মসাতের ঘটনাটি প্রকাশ পায়।

অভিযুক্তরাও ঘটনার সত্যতা স্বীকার করে।পরে পুলিশ মঙ্গলবার (২৭ মার্চ)এক অভিযান পরিচালনা করে আসামী পলাশের শ্বশুর বাড়ীর মাটির নীচ থেকে নগদ ২ লাখ ৩৬ হাজার টাকা ৩ টি মোবাইলসেট উদ্ধার করতে সমর্থ হন।এ ঘটনায় কোম্পানীর গাড়ী চালক সহ ৩ কর্মচারী কাপাসিয়া থানা এলাকার খিরাটির মেহেদী মৃদুল (১৯) ও কিরন(২৪) এবং মনোহরদীর লাখপুর গ্রামের পলাশ (২৭) কে আসামী করে মনোহরদী থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাদের সবাইকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে।

সাইফুর নিশাদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর