Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নীলফামারীতে কিশোরকণ্ঠ পাঠক-পাঠিকাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীতে কিশোরকণ্ঠ পাঠক-পাঠিকাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেলিম রেজা, নীলফামারী: জাতিকে সুসংগঠিত করতে হলে সুশিক্ষার প্রয়োজন কিশোরকন্ঠ ইফতার মাহফিলে অবিভাবকদের মাঝে বক্তব্য প্রদান করেন চাদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম। এছাড়া তিনি আরও বলেন যে সকল চর্চা জাতিকে বিভ্রান্ত করে তোলে সে সকল চর্চা পরিহার করতে হবে।তিনি আরোও বলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামে আমার সন্তান একজন নিয়মিত পাঠক হিসেবে আমি নিজেকে গর্বিত অবিভাবক মনে করি।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া,জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রিশাদ হোসেন, রংপুর মহানগর কিশোরকন্ঠ চেয়ারম্যান নুরুল হুদা,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিশোরকণ্ঠ চেয়ারম্যান মোস্তাকুর রহমান জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিশোরকণ্ঠ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সহ অনেকে।

শানিবার(২৯-৩-২৫) বিকেল ৩টায় নীলফামারী শহরের স্কাই ভিউ কমিউনিটি সেন্টারে নীলফামারী  শহর শাখার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান  শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

কিশোরকন্ঠ ইফতার মাহফিল জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রিশাদ হোসেন কিশোরকণ্ঠের সকল পাঠক- পাঠিকাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের প্রতি দোয়ার আহবান করেন।

এসময় রংপুর মহানগর কিশোরকণ্ঠ ফোরামের চেয়ারম্যান কিশোরকণ্ঠ পাঠক-পাঠিকাদের উদ্দেশ্যে এ পি যে আবুল কালামের প্রবাদটি তুলে ধরেন, মানুষ ঘুমের ঘরে যে স্বপ্ন দেখে সেটি আসলে স্বপ্ন নয়। 

নীলফামারী শহর শাখা কিশোরকণ্ঠ চেয়ারম্যানের দোয়ার মধ্য দিয়ে ইফতার মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

/এমএ

Exit mobile version