রবিবার, আগস্ট ১০, ২০২৫
spot_img

নওগাঁয় ঈদে ডিবির বাড়তি নজরদারি; ৪ মাদক কারবারি আটক

মো. এ কে নোমান, নওগাঁ: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা গাঁজা, হেরোইন ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান। তিনি জানান, ঈদকে ঘিরে মাদক কারবারিরা সক্রিয় হয়ে ওঠায় জেলার বিভিন্ন উপজেলায় ডিবির নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়।

ওসি জানান, শনিবার সকালে বদলগাছি উপজেলায় অভিযান চালিয়ে উজ্জ্বল হোসেন নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, মান্দা উপজেলার মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা উভয়েই মান্দা উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা।

এছাড়া, মহাদেবপুর উপজেলায় অভিযান চালিয়ে এমদাদুল হক বুলেট নামে এক যুবককে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঈদকে ঘিরে মাদকসহ অন্যান্য অপরাধ দমনে ডিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর