বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
spot_img

ধামইরহাটে বিজিবির অভিযানে টাপেন্টাডল ও ফেনসিডিল উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ মার্চ রাত ১০টার দিকে চকিলাম বিওপি কমান্ডার মং চাদু মার্মার নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬৮/১ এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খয়েরবাড়ি গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪৯৩ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, ২৯ মার্চ শনিবার ভোর ৪টায় বস্তাবর বিওপি টহল কমান্ডার হাবিলদার বিধু শান্তি চাকমার নেতৃত্বে আরও একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬২/৪ এস থেকে প্রায় ১০০ গজ অভ্যন্তরে চককালু গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। উভয় অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অন্ধকারে পালিয়ে যায়।

উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বিপিজিএম, বিপিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ পারাপার এবং অন্যান্য অপরাধ দমনে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ কে নোমান/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর