গোলাম রাব্বানী, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি হাটের মুরগি পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক ভুট্টু (৫৫)। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কীর্তলী গ্রামের লজুবুল্যা প্রামাণিকের ছেলে। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দেলুয়াবাড়ি হাট চলাকালীন মুরগি পট্টি এলাকায় হঠাৎ করেই আব্দুর রাজ্জাক ভুট্টুর উপর হামলা চালানো হয়। হামলাকারী শাহাবুদ্দিন খাজা, শরিফ হোসেন ও আশরাফুল ইসলাম চাপাতি দিয়ে ভুট্টুকে কুপিয়ে জখম করে। এসময় হাটের লোকজন এগিয়ে এলে হামলা করে পালিয়ে যায়। পরে ভুট্টুকে উদ্ধার করে মান্দা হাসপাতালে ভর্তি করেন স্থানীয় লোকজন।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
/এমএ