শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ধামইরহাটে চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো.এ কে নোমান, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হলো টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর। ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ২০০২ থেকে ২০২৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ২০টি দল অংশ নেয়।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ৩ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় আঙ্গরত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে ২০১৫ ব্যাচের দল ৮ উইকেটের ব্যবধানে ২০২১ ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরো ম্যাচজুড়েই ছিল দারুণ ব্যাটিং-বোলিং প্রদর্শনী, যা দর্শকদের মন জয় করে নেয়।

ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. খেলাল ই রব্বানী ও ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, সহকারী শিক্ষক তপন কুমার মণ্ডল, আয়োজক কমিটির অন্যতম সদস্য রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ফয়সাল হোসেন, সাদমান মাহিন, ইমন, শামীম, মাসুম রেজা, মাহাদি মাসনাদ, মোস্তাকিম, ইফতি, সোয়েব, জিসানসহ আরও অনেকে।

টুর্নামেন্টে ধারাবাহিক সেরা পারফরম্যান্স দেখিয়ে ফাইনালের ম্যাচসেরা নির্বাচিত হন রাকিব হাসান প্লাবন। এছাড়া প্রতিটি ম্যাচ ও সেমিফাইনালে আলাদা আলাদা ম্যাচসেরাদেরও সংবর্ধনা দেওয়া হয়। খেলার দায়িত্বে ছিলেন রেফারি সুজাউল ও জনি দেওয়ান করিম।

টুর্নামেন্টের জমকালো আয়োজন ও অংশগ্রহণকারীদের উদ্দীপনা দেখে মুগ্ধ হন ওসি আব্দুল মালেক। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের আয়োজন খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়তা করে।”

এদিকে, প্রাক্তন শিক্ষার্থীরা এই আয়োজনকে টিকে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হতে পারেন এবং ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর