সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ঈদের দিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঈশ্বরদীর দাশুড়িয়ার বাড়াহুসিয়া গ্রামের এসএসসি পরীক্ষার্থী নয়ন (১৭) অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, নয়ন বাড়াহুসিয়া গ্রামের মফিজ উদ্দিনের নাতি। গত ঈদুল ফিতরের দিন বিকালে আটঘরিয়া উপজেলার বেরুয়ান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে ও তার বন্ধু হৃদয়।
দুর্ঘটনার পর প্রথমে তাদের আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে পাবনা সদর হাসপাতাল, এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। নয়নের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সেখানে ৩ এপ্রিল নয়নের মস্তিষ্কের অপারেশন করা হয়। অবশেষে ৫ এপ্রিল ২০২৫, রাত ১২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে নয়নের বন্ধু হৃদয় রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন হৃদয়ের বড় ভাই মিলন।
নয়ন ও হৃদয় দুজনেই এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
/এমএ