বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
spot_img

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

ফাহিম বাদশা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় শীতলক্ষ্যার জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) ভোর রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৬ নম্বর ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১নম্বর ওয়ার্ডের কিনাইমদীর ছেলে সোহেল মিয়া(২৬), জাহাঙ্গীর হোসেনের ছেলে চাঁন মিয়া(৩৩) ও আব্দুল খালেক মিয়ার ছেলে মনির হোসেন(২৩)।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ১০/১২জন সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল শীতলক্ষ্যায় চলাচলকারী জাহাজে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল বলে সংবাদ আসে। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। 

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর