বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
spot_img

নীলফামারীতে দুই মামলায় শোন এ্যারেষ্ট সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার

সেলিম রেজা, নীলফামারী: নীলফামারীতে দুটি মামলায় শোন এ্যারেষ্ট দেখানো হয়েছে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে। রবিবার দুপুরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

এর আগে রংপুরের একটি হত্যা মামলায় গত ৫ মার্চ রাতে রংপুর নগরের নিউ সেনপাড়া এলাকা থেকে আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

ডোমার উপজেলার দুটি মামলায় রোববার দুপুরে রংপুর জেলা কারাগার থেকে তাকে নীলফামারী আদালতে আনা হয়। আদালতে নেয়ার সময় পুলিশের কঠোর নিরাপত্তা উপেক্ষা করে বিক্ষুদ্ধরা তার ওপর চড়াও হয়ে ভুয়া ভুয়া, ভোট চোরসহ বিভিন্ন শ্লোগান দেন।

নীলফামারী জজ আদালতের (পিপি) পাবলিক প্রসিকিউটর আল মাসুদ চৌধুরী বলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, ডোমারের দুটি মামলায় মামলার তদন্ত কর্মকর্তা নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্টেড জনাব দেলোয়ার হোসেনের আদালতে তাকে শোন অ্যারেস্টের জন্য আবেদন করেছিলেন। রোববার বিজ্ঞ আদালত ওই আবেদন মঞ্জুর করেছেন। আবেদন মঞ্জুরের কারনে তাকে সিডাব্লিউ মুলে কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর