মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
spot_img

নওগাঁর মান্দায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোলাম রাব্বানী, মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা রায়হান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পা দুটি ছিল মাটিতে।

বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে নিজ বাড়ির পাশে আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। নিহত রায়হান ওই গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছিলেন রায়হান। সে কখন কি করে তা ঠিক নেই। মাঝে মধ্যে নেশার টাকার জন্য মায়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হতো। হঠাৎ আজকে সকালে  বাড়ির পাশে আম গাছের তার ঝুলন্ত মাটিতে পা রাখা মরদেহ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে মান্দা থানার এস আই (উপ-পরিদর্শক) হাবিবুর জানান, ঘটনাটি সন্দেহজনক। যেহেতু নিজ ঘরের মধ্যে নয়, বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে মরদেহ পাওয়া গেছে। এটি আত্মহত্যা কিনা তা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হয়তো অন্য কিছু পাওয়া যাবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর