Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় মো. ফজলুর রহমান নামের এক ফার্মেসী ব্যবসায়ী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত দেড়টার দিকে সদর উপজেলার খিলপাড়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়৷ 

সে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার মো. আমির উদ্দিনের ছেলে। 

পারিবারিক সুত্রে জানা যায়, এদিন রাতে হোসেনপুর বাজার থেকে কিশোরগঞ্জস্থ বাসায় যাওয়ার পথে খিলপাড়া নামক স্থানে একটি কুকুরের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সে ছিটকে গিয়ে পাশের একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইকবাল হোসেন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাকারিয়া আলম/এমএ

Exit mobile version