সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে দ্রুতগামী ড্রাম ট্রাকের ধাক্কায় হান্নান মালিথা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে সাহাপুর ইউনিয়নের বাবুলচারা তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হান্নান মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ছলিমপুর মোড়ের দিকে যাচ্ছিলেন হান্নান। পথিমধ্যে তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এমএ