সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলির ধাক্কায় মক্কেল মৃধা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ভ্যানে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া নুরার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মক্কেল মৃধা ওই ইউনিয়নের রহিমপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওতাপাড়া এলাকায় দ্রুতগতির একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক মক্কেল মৃধা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মক্কেল মৃধা মারা যান।
এদিকে আহত তিন যাত্রীকে গুরুতর অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
/এমএ