বুধবার, আগস্ট ৬, ২০২৫
spot_img

তারা আমার হাত ধরে তাদের তৈরি লিপিবদ্ধতে স্বাক্ষর নিয়েছে-প্রধান শিক্ষক

সেলিম রেজা, নীলফামারীর: নীলফামারী সদরের গোড়্গ্রাম ইউনিয়নের বাসিন্দা ও গোড়গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চরণ রায় গত (৯-৪-২৫) খ্রিস্টাব্দ বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর জোড় পূর্বক ইস্তফাপত্র গ্রহণ প্রসঙ্গে অভিযোগ পত্র তুলে ধরেন।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন যে ৯-৪-২৫ ইং তারিখে বেলা আনুমানিক ১১টার দিকে ওই এলাকার দিলরুবা আক্তার, (৩৫) আকছাদ আলী(৭০) ওয়াদুদ ইসলাম (৪০) সহ অজ্ঞাত ৪০/৪৫ জন ব্যাক্তিদের নিয়ে অনাধিকার প্রবেশ করে ওই প্রধান শিক্ষকের রুমে, এমতাবস্থায় তারা শিক্ষককে বিভিন্ন অশালীল ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে প্রধান শিক্ষক জয় চরণ রায় কে ঘিরে রেখে জোড় পূর্বক ইস্তফাপত্র জমা দিতে বললে প্রধান শিক্ষক তাহাতে সম্মুতি প্রদান না করলে নামযুক্ত ব্যাক্তিরা প্রধান শিক্ষক জয় চরণ রায়কে হত্যার হুমকি দেখায়। এমনি অস্বস্তিকর পরিবেশে ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকেরা বাধা প্রদান করিলে অজ্ঞাত ব্যাক্তিরা তা কর্নপাত করে নাই।

এছাড়া ওই অভিযোগে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চরণ রায় আরও উল্লেখ করেন নামযুক্ত ব্যাক্তিরা তাদের লিপিবদ্ধ ইস্তফাপত্রে জোড় পূর্বক স্বাক্ষর করে নেয়। উক্ত বিষয়টি বিদ্যালয়ের শিক্ষকগন অবগত আছে বলে অভিযোগ পত্রে তিনি তুলে ধরেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর