সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনোয়ারুল ইসলাম (৪৫) নামের একজন বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
রোববার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার দাশুড়িয়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মনোয়ারুল ইসলাম দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে দাশুড়িয়া ইউনিয়ন যুবদল নেতা বিপুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামানিক ও তার ভাই, শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামানিকের মধ্যে।
এর আগে, গত শুক্রবার এক লেগুনা ও সিএনজি চালকের তুচ্ছ বাকবিতণ্ডা থেকে শুরু হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই রোববার আবারও দুই পক্ষ মুখোমুখি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হন মনোয়ারুল।
তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ববর্তী ঘটনারই ধারাবাহিকতায় আজকের সংঘর্ষ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
/এমএ