বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
spot_img

গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ বিএনপি নেতা

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে সিএনজি স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মনোয়ারুল ইসলাম (৪৫) নামের একজন বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

‎রোববার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার দাশুড়িয়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মনোয়ারুল ইসলাম দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে দাশুড়িয়া ইউনিয়ন যুবদল নেতা বিপুল মোল্লা এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামানিক ও তার ভাই, শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামানিকের মধ্যে।

‎এর আগে, গত শুক্রবার এক লেগুনা ও সিএনজি চালকের তুচ্ছ বাকবিতণ্ডা থেকে শুরু হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই রোববার আবারও দুই পক্ষ মুখোমুখি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হন মনোয়ারুল।

‎তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে পূর্ববর্তী ঘটনারই ধারাবাহিকতায় আজকের সংঘর্ষ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর