সোমবার, আগস্ট ৪, ২০২৫
spot_img

বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে নীলফামারীতে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সেলিম রেজা, নীলফামারী: ১৪৩২ বঙ্গাব্দ বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে নীলফামারী সদর উপজেলা  বিএনপির আয়োজনে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান বেগম খালেদা জিয়া রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১৪ই এপ্রিল সোমবার দুপুরের দিকে জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড: কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ এইচ এম ছাইফুল্লাহ রুবেল,জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক,নীলফামারী জেলা দায়রা জজ আদালতের জিপি জেলা বিএনপির সহসভাপতি এড:আবু সোয়েম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো সহ জেলা উপজেলা ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

অনুষ্ঠানে এড:কাজী আখতারুজ্জামান জুয়েল বলেন বিএনপির পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা ও সকলের জন্য শুভ কামনা। এছাড়া ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েল কতৃক যে নির্যাতন করতেছে, ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। এ সময় তিনি আরও বলেন এ আল্লাহ আপনি ফিলিস্তিন বাসিকে রক্ষা কর।

এড: আবু সোয়েম বলেন সাবেক ও বর্তমান বিএনপি সকলে মিলে আমরা এক হয়ে দেশ ও জনগণের স্বার্থে কাজ করবো এবং আগামী নির্বাচনে জনগণকে পাশে নিয়ে বিএনপিকে জয়লাভ করাবো। আলোচনা সভার শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত নিহত বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধান  মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর