সেলিম রেজা, নীলফামারীর: নীলফামারী সদরে খোকশাবাড়ী ইউনিয়নের মনাগঞ্জ বাজারে ১৮ টি দোকানে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ১৪ ই এপ্রিল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
ব্যাবসায়ীরা জানান, প্রতিদিনের মতো ব্যাবসা বানিজ্য শেষে প্রত্যেক দোকানপাট বন্ধ করে বাড়িতে গেলে বাজারের আশপাশের লোকমুখে শুনতে পায় তাদের দোকানে আগুন লেগেছে। পরে এসে দেখতে পায় তাদের দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে দোকান মালিকেরা জানায় যে ওই দিন রাতে দোকান বন্ধের ঠিক আগ মহুর্তে ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। তারা আরও জানান যে ছয় মাস পূর্বে ওই বাজারে আরও একবার আগুন লেগেছিল। আমাদের ধারণা কে বা কাহারা এ আগুন লাগিয়ে দেয়।
ওই এলাকার স্হানীয় ব্যাক্তি জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুম প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, যারা এ সকল কর্মকান্ডের সাথে জড়িত তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানায়।
এছাড়া তিনি আরও বলেন পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সরকারি ভাবে সহযোগিতা করার আহবান।
এদিকে ওই বাজারের রোকনুজ্জামান বাবু বলেন, বেচে থেকে আমার কি হবে! আমি যে শেষ ব্যাংকের লোন, বিভিন্ন ডিলারের বাকীতে দেওয়া মালামাল প্রায় পঞ্চাশ লাখ টাকার কীটনাশক পুড়ে ছাই হয়ে গেছে। আমি কি দিয়ে শোধ করবো।
তবে এ বিষয়ে নীলফামারী ফায়ার সার্ভিস জানান যে ওই বাজারে ১৩ ট দোকান পুড়ে গেছে, ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে উদ্ধার করা হয়েছে ২০ লক্ষ টাকার মালামাল। তিনি আরও জানান ওই বাজারের আগুনের সুত্রপাত বৈদ্যুতিক সর্ট সার্কিকের কারনে।
/এমএ