মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
spot_img

অটোরিকশার ধাক্কায় জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমামের মৃত্যু

জাকারিয়া আলম, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম মাওলানা আলী আকবরের (৬০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতাল রোড জেলা প্রশাসকের ডাকবাংলোর সামনের এ ঘটনা ঘটে।

নিহত মাওলানা আলী আকবর ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামের সাইফুদ্দিন আহমেদের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। এবং ঐতিহাসিক পাগলা মসজিদ মক্তবের শিক্ষক ছিলেন। তিনি জেলা শহরের গাইটাল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম ও পাগলা মসজিদ মক্তবের শিক্ষক মাওলানা আলী আকবর এ সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মাওলানা আলী আকবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর