সোমবার, আগস্ট ৪, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে গাছ বিক্রির নামে প্রতারণা, ৩৫ হাজার টাকা আত্মসাৎ

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে জমির মালিকের অনুমতি ছাড়াই গাছ কেটে বিক্রির মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

‎গত ২৮ মার্চ উপজেলার মুলাডুলি ইউনিয়নের চামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী নূর মোহাম্মদ, যিনি ওই এলাকার একজন ব্যবসায়ী, তিনি জানান, তাকে ফোন করে ‘জুয়েল’ নামের এক ব্যক্তি নিজেকে জমির মালিকের ছেলে বলে পরিচয় দেয়। সে জানায়, তার বাবা গুরুতর অসুস্থ এবং চিকিৎসার জন্য জরুরি টাকার প্রয়োজন। সে কারণে তিনি গাছ বিক্রি করতে চান।

‎তাকে বিশ্বাস করে নূর মোহাম্মদ প্রথমে ১৫ হাজার এবং পরে ২০ হাজার টাকা—দুই ধাপে বিকাশের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা পাঠান।

‎কিছুদিন পর বিষয়টি জানাজানি হলে প্রকৃত ঘটনা সামনে আসে। জানা যায়, জমির প্রকৃত মালিক গোলাম কবির একজন আমেরিকান প্রবাসী, এবং তার জমির দেখাশোনা করতেন তার আত্মীয় এনামুল হক। গত ১৪ মার্চে এনামুল হক জানতে পারেন যে, কে বা কারা তার জমির গাছ কেটে ফেলেছে। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিজের চোখে দেখেন।

‎ভুক্তভোগী নূর মোহাম্মদ দাবি করেন যে, প্রতারক ব্যক্তি নিজেকে এনামুল হকের ছেলে বলে পরিচয় দিয়েছেন। তবে স্থানীয়রা নিশ্চিত করেছেন যে, এনামুল হকের কোনো ‘জুয়েল’ নামে ছেলে নেই।

‎এখন পর্যন্ত জমির মালিক গোলাম কবির এবং ভুক্তভোগী নূর মোহাম্মদ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি, তবে তারা অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর