সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মিকুন্ডা ইউনিয়নের লক্ষ্মিকুন্ডা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই জিপু সরদার (২৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মিকুন্ডা গ্রামের রিকাত সরদারের দুই ছেলে – বড় ছেলে মনিরুল সরদার (৩৮) ও ছোট ছেলে জিপু সরদার (২৯) এর মধ্যে বাড়ি ও জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়া এমনকি হাতাহাতি পর্যন্ত হতো।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই মনিরুল একটি লোহার রড দিয়ে ছোট ভাই জিপুর মাথায় আঘাত করেন। এসময় জিপুও প্রতিরোধ করে হাতে থাকা হাসুয়া দিয়ে মনিরুলের দুই হাতে কোপ দেন।
পরিস্থিতি গুরুতর হয়ে পড়লে পরিবারের লোকজন আহত দুই ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সে তোলেন। কিন্তু পথেই, বাঘা উপজেলার সন্নিকটে পৌঁছালে ছোট ভাই জিপু মারা যান।
এরপর গুরুতর আহত অবস্থায় মনিরুলকে সিএনজিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং নিহত জিপুর মরদেহ বাড়িতে আনা হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম শহীদ জানান, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
/এমএ