সাইফুর রহমান নিশাদ, মনোহরদী: মনোহরদীর অর্জুনচর মৌলভীবাজারে আজ বৃহস্পতিবার এক অগ্নিকান্ডের ঘটনায় ১২ টি দোকানঘর সম্পূর্ণ ভস্মীভূতের ঘটনায় অনুমান অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ঘটেছে।বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার ভোর সাড় ৩ টার দিকে চন্দনবাড়ী ইউনিয়নের অর্জুনচর মৌলভীবাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।খবর পেয়ে ফায়ার সার্ভিস মনোহরদীর ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় বলে ফায়ার সার্ভিসের মনোহরদী স্টেশন অফিসার মনির হোসেন জানিয়েছেন।
বাজারের ব্যবসায়ীরা জানান, ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে বাজারটির প্রায় ১২/১৪ টি দোকান ও তার মালামাল ভস্মিভূত হয়ে যায়। সব মিলিয়ে বাজারটিতে প্রায় অর্ধকোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি ঘটে বলে সেখানকার ব্যবসায়ীরা দাবী করেন।ফায়ার সার্ভিসের মনোহরদী ষ্টেশন অফিস বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে থাকবে বলে প্রাথমিকভাবে ধারনা করছে।
/এমএ