বুধবার, আগস্ট ৬, ২০২৫
spot_img

দেশের সবচেয়ে উঁচু পতাকা উড়বে তেঁতুলিয়ার বাংলাবান্ধায়

মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়: দেশের সবচেয়ে বড়  পতাকা উড়বে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধায়। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এই পতাকার ফ্ল্যাগস্ট্যান্ডটি, নির্মাণকাজের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. সাবেত আলী পতাকাস্ট্যান্ডের নির্মাণ কাজের উদ্বোধন করেন। 

স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগস্ট্যান্ডটি নির্মিত হচ্ছে। দিনের ২৪ ঘণ্টায় উড়বে এই পতাকা। পতাকা উড়ানোর জন্য প্রযুক্তি ব্যবহার করা হবে।        

এ সময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, জেলা জামায়াতের আমির  ইকবাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ, বাংলাবান্ধা স্থলবন্দরের স্থানীয়রা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের প্রবেশদ্বার এই বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপর প্রান্তে ভারতে উঁচুস্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। তাই এলাকাবাসীর অনেক দিনের দাবি আমাদের দেশের একটি  উচ্চমানের ফ্ল্যাগ স্ট্যান্ড হোক। 

যার ফলে ১৪০ ফিট উচ্চতায় দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণ হচ্ছে, যা দেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড এটি।

এ স্ট্যান্ডে প্রযুক্তির সহযোগিতায় ২৪ ঘণ্টায় উড়বে পতাকাটি। আশা করছি, আগামী ২০ দিনের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর