বুধবার, আগস্ট ৬, ২০২৫
spot_img

বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে পুত্রের আগুন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: পুরনো মোটর সাইকেল থাকা সত্বেও একটি নতুন মোটর সাইকেল কিনে দেয়ার দাবীতে এক গুনধর পুত্র নিজ বাড়ীতে আগুন ধরিয়ে দিয়েছে।এতে বাড়ীর একটি পোল্ট্রিফার্ম ও বসত বাড়ীর একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।ঘটনাটি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার লেবুতলা গ্রামে গতকাল রোববার সন্ধ্যের।

ঘটনার বিবরনে জানা যায়,মনোহরদীর লেবুতলা গ্রামের কামাল মিয়ার বখাটে পুত্র জুনায়েদ (১৪) পিতার কাছে একটি নতুন মেটর সাইকেল কিনে দিতে ২/৩ মাস ধরে চাপ সৃষ্টি করে আসছিলো।তার পুরাতন একটি মোটর সাইকেল থাকার পরও নতুন মোটর সাইকেল কিনে দিতে পিতা অপারগতা প্রকাশ করেন।

এতে ক্ষিপ্ত জুনায়েদ গতকাল রোববার সন্ধ্যেয় তাদের নিজ বাড়ীতে আগুন ধরিয়ে দেয়।আগুনে বাড়ীর একটি পোল্ট্রি ফার্ম ও বাড়ীর রান্নাঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বাড়ীর একটি বসত ঘরেরও আংশিক ক্ষতিগ্রস্থ হয়।পরে লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন আয়ত্বে আনেন।এ ব্যাপারে পিতা কামাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পুত্র জুনায়েদ কুসংসর্গে পড়ে পথভ্রষ্ট হয়ে পড়ে এ রকম করেছে।

সাইফুর নিশাদ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর