শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

জনবল সংকটে অচল ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দীর্ঘদিন ধরে চলছে চরম জনবল সংকট। পুরো অফিসে বর্তমানে দায়িত্ব পালন করছেন কেবল একজন একাডেমিক সুপারভাইজার, একজন পিয়ন এবং একজন নৈশপ্রহরী। নেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, হিসাবরক্ষক কিংবা অফিস সহকারী।

‎জানা গেছে, মোট ৭টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩ জন। প্রায় আট মাস আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওহাদেুজ্জামান অবসর গ্রহণের পর সেই পদে আর কাউকে পদায়ন করা হয়নি। অপরদিকে, অফিস সহকারী পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হয়েছেন। ফলে, পুরো অফিসের কার্যক্রম একাই সামলাচ্ছেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আরিফ।

‎তার একার হাতেই চলছে বই বিতরণ, শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, এসএসসি ও এইচএসসি পরীক্ষাসহ নানা দাপ্তরিক কাজ। এই অফিসের অধীনে রয়েছে ৫২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৭টি মাদ্রাসা এবং ৭টি কলেজ।

‎এদিকে ১০ এপ্রিল থেকে ঈশ্বরদীর ৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি রাজশাহী শিক্ষা বোর্ডের, ১টি মাদ্রাসা বোর্ডের এবং ১টি কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র। এসব কেন্দ্রের প্রশ্নপত্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, উত্তরপত্র প্রেরণসহ সব কিছুতেই একাডেমিক সুপারভাইজারকে ছুটোছুটি করতে হচ্ছে।

‎তিনি বলেন, “অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকায় এককভাবে কাজ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৪ হাজার ১৫২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। অফিসে বসে তথ্য দেওয়ারও সময় পাই না। পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত নানা জায়গায় রিপোর্ট পাঠাতে হয়।”

‎তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ এই অফিসটির শূন্য পদগুলো দ্রুত পূরণ করা এখন সময়ের দাবি।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর