সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে নুরুল ইসলাম নামে এক এনজিও মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মুলাডুলি বাজারে সঞ্চয় ও ঋণদান সমিতির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম মুলাডুলি পূর্বপাড়া হাসেম ফরাজীর ছেলে এবং মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি এনজিও সমিতির মালিক।
পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি এনজিও পরিচালনা করতেন, তাছাড়াও একাধিক সদস্যদের সঙ্গে তার দেনা-পাওনা রয়েছে।
স্থানীয়রা আরো জানান, নুরুল ইসলামের নিজের সমিতিতে সদস্যদের সঞ্চয়ের জমা করা দেনা-পাওনার টাকার চাপে হয়তো আত্মহত্যা করতে পারে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এবং অজ্ঞাতনামা মামলা রেকর্ড করা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
/এমএ