শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে এনজিও মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎পাবনার ঈশ্বরদীতে নুরুল ইসলাম নামে এক এনজিও মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মুলাডুলি বাজারে সঞ্চয় ও ঋণদান সমিতির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত নুরুল ইসলাম মুলাডুলি পূর্বপাড়া হাসেম ফরাজীর ছেলে এবং মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি এনজিও সমিতির মালিক।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি এনজিও পরিচালনা করতেন, তাছাড়াও একাধিক সদস্যদের সঙ্গে তার দেনা-পাওনা রয়েছে।

‎স্থানীয়রা আরো জানান, নুরুল ইসলামের নিজের সমিতিতে সদস্যদের সঞ্চয়ের জমা করা দেনা-পাওনার টাকার চাপে হয়তো আত্মহত্যা করতে পারে।

‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, নিহতের লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এবং অজ্ঞাতনামা মামলা রেকর্ড করা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর