রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

এক দফা দাবি আদায়ে কিশোরগঞ্জে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজ, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকল স্টুডেন্ট সহ  সকল নার্সিং কলেজের স্টূডেন্ট ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি’এবং‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্সকে স্নাতকপাস/ডিগ্রি কোর্সেও সমমান প্রদান করার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে স্নাতক পাস বা ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য দাবি জানিয়ে আসছে।

HSC পাশের পর ৩ বছর মেয়াদি এবং ৬মাস ইন্টার্নশিপ সম্পন্ন করা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ৩ বছর মেয়াদি ডিগ্রি (পাস) কোর্স এর সমমানের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) এর পক্ষ হতে গত ২১/০৪/২০২৫ ইং তারিখ দেশব্যাপি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। দাবি আদায়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। উক্ত সময়ের মধ্যে তাদের যৌক্তিক দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারি দেন এবং এর অংশ হিসেবে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) এ কর্মসূচি ঘোষণা করেন।

বৃহস্পতিবার, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন।

উক্ত সময়ের মধ্যে দাবি মানা না হলে (২৬ এপ্রিল ২৫) আগামী শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী দিন রবিবার থেকে ক্লিনিক্যাল প্রাকটিসসহ সকল কার্যক্রম শাটডাউন ঘোষণা করার কথা জানান তারা।

আশিকুর রহমান মাহফুজ/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর