সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত হয়েছে আরো ১০ জন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে পিল্লু ,ছুবাই, আসিফ, আলম, বাদশা, এছাড়াও ১০ জন আহত হয়েছে। এরা সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিকাত আলী শেখ ও তার ছেলে, ভাই ভাতিজা এবং এলাকাবাসী নিয়ে সরকার থেকে লিজ নেওয়া “চরঅঞ্চলের সম্পত্তি দেখতে গেলে মকুল মেম্বর, তরিকুল মেম্বর ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এই হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
রিকাত আলী শেখ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মকুল মেম্বর ও তরিকুল মেম্বর সরকার পরিবর্তনের পর থেকে এলাকা থেকে পালিয়ে গিয়ে চরঅঞ্চলে গা ঢাকা দিয়ে আসছে এবং সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
এ ঘটনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
/এমএ