রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত ১০

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পদ্মায় জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত হয়েছে আরো ১০ জন।

‎শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।

‎এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে পিল্লু ,ছুবাই, আসিফ, আলম, বাদশা, এছাড়াও ১০ জন আহত হয়েছে। এরা সবাই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রিকাত আলী শেখ ও তার ছেলে, ভাই ভাতিজা এবং এলাকাবাসী নিয়ে সরকার থেকে লিজ নেওয়া “চরঅঞ্চলের সম্পত্তি দেখতে গেলে মকুল মেম্বর, তরিকুল মেম্বর ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এই হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

‎রিকাত আলী শেখ বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা  মকুল মেম্বর ও তরিকুল মেম্বর সরকার পরিবর্তনের পর থেকে এলাকা থেকে পালিয়ে গিয়ে চরঅঞ্চলে গা ঢাকা দিয়ে আসছে এবং সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

‎এ ঘটনায় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর