রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

আত্রাই স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয়ে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের উদ্যোগে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় স্কুলের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে “ কৃষিতে জলবায়ুর প্রভাব” বিষয়ক রচনা প্রতিযোগিতা এবং”জলবায়ু পরিবর্তন প্রতিরোধে শিল্প বিপ্লবের চেয়ে কৃষি একমাত্র অর্থনৈতিক উন্নয়ন চালিকাশক্তি” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের আত্রাই উপজেলা সমন্বয়কারী আবু হেনা মোহাম্মদ ফিরোজ। অনুষ্ঠান গুলোর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্পের এ্যাডভোকেসি এ্যাসিস্টান্ট গোলাম রাব্বানী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

গোলাম রাব্বানী/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর