সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দাদাপুর গ্রামের রাসেল হোসেনের স্ত্রী মনিরা খাতুন, শাহিন হোসেনের ছেলে সিয়াম হোসেন, মিনারুল ইসলামের ছেলে পারভেজ, নাছির মন্ডলের ছেলে রায়হান মন্ডল, সজিব হোসেনের স্ত্রী স্বর্ণা খাতুন, সাইদুল মন্ডলের মেয়ে তুবা খাতুন, মৃত মন্টু মন্ডলের ছেলে শাহিন মন্ডলসহ আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার সেলিম মন্ডল গং ও আলম মাঝি গংয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলছিল, যার রায় সম্প্রতি সেলিম মন্ডলের পক্ষে আসে। রায় পাওয়ার পর রোববার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে সেলিম মন্ডল গং জমিটি চাষ করতে গেলে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে মনিরা, স্বর্ণা ও রায়হানসহ চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রোববার সন্ধ্যা) কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।
/এমএ