রবিবার, আগস্ট ১৭, ২০২৫
spot_img

হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বিএনপি নেতা একেএম আখতারুজ্জামানের শেষ বিদায়

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও পাবনা জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সদ্য কারামুক্ত বীর মুক্তিযোদ্ধা একেএম আখতারুজ্জামান আখতার হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন।

‎গতকাল রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

‎বিএনপি সূত্রে জানা যায়, ২০১৯ সালে বিএনপি নেতা আখতারুজ্জামান আখতার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে ট্রেনে হামলার মামলায় ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আপিল বিভাগের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পান এবং গত ফেব্রুয়ারি মাসে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।

‎ত্যাগী এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোকলেছুর রহমান বাবলু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ, রেজাউল করিম ভিপি শাহীনসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর