রবিবার, আগস্ট ৩, ২০২৫
spot_img

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন সাভার থানার জুয়েল মিয়া

সাভার প্রতিবেদক: ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জুয়েল মিয়া। ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই পুরস্কারের জন্য নির্বাচিত হন। 

প্রতি মাসের শেষ সপ্তাহে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ২৩ এপ্রিল সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমের এক সভায় অনুষ্ঠিত হয়। এতে পূর্বের মাসকে পর্যবেক্ষণ করে পুরস্কার প্রদান করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো: আনিসুজ্জামান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খায়রুল আলম।

এসময় মার্চ মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন তিনি।

এর আগেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) দায়িত্ব পালনকালে মামলার সুষ্ঠু তদন্ত করে রহস্য উদঘাটনের পর বিচারে সহায়তার জন্য ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা পুরস্কারে ভূষিত হন এই পুলিশ কর্মকর্তা। সাভার মডেল থানায় যোগদানের পর কমিউনিটি পুলিশিং এবং সমাজ সেবামূলক কার্যক্রমে অবদানের জন্য গত ২৮ ডিসেম্বর ২০২৪ সালের ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে এস এম আহসান স্মৃতি পদক-২০২৪ পুরস্কারে ভূষিত হন তিনি। এতে মো: জুয়েল মিয়ার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পৃষ্ঠপোষক পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিপিএম-সেবা।

পুলিশের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে মানুষ অসন্তুষ্ট হয়৷ এরপরও অবশ্য বিপদে মানুষ পুলিশের কাছেই ছুটে যায়৷ ছাত্র-জনতার জুলাই অদ্ভুত্থানের পর ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর মোহাম্মদ আতিকুর রহমানের স্থলাভিষিক হয়ে সাভার মডেল থানায় দায়িত্বভার গ্রহণ করে পরিস্থিতি পাল্টাচ্ছেন মোহাম্মদ জুয়েল মিঞা৷ সাভার মডেল থানায় পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন তিনি। তার অফিস কক্ষে সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে সেবাপ্রার্থী নাগরিকদের কথা মনোযোগ দিয়ে শুনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন তিনি। দ্বিতীয়বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ অর্জনে আরও এক ধাপ এগিয়ে নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা।

এছাড়াও মোহাম্মদ জুয়েল মিঞার সঠিক দিক-নির্দেশনায় দক্ষতার ফলস্বরূপ শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান ও উপ-পরিদর্শক (এসআই) মো: জাকির আল আহসান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস এন্ড ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুনাদির ইসলাম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফ আলী উপস্থিত ছিলেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর