শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে ব্যবসায়ীর গলা কেটে হত্যা, পরিবারের অভিযোগ পরিকল্পিত

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীতে রেললাইনের ওপর থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উমিরপুর রেললাইনের পাশে মরদেহটি পাওয়া যায়।

‎নিহত ব্যবসায়ীর নাম বাদশা (৫০)। তিনি পাকশী ইউনিয়নের ইপিজেড মোড় এলাকার দেলোয়ার হোসেন প্রামানিকের ছেলে এবং পাকশী ইপিজেড রোডের ‘মিঠুন স্টোর’-এর মালিক ছিলেন।

‎নিহতের ছেলে মিঠুন জানান, সন্ধ্যায় দোকান থেকে কে বা কারা তার বাবাকে ডেকে নেয়। রাত সাড়ে ৮টার দিকে বাদশা মোবাইল ফোনে জানান, অজ্ঞাতনামা ব্যক্তিরা তার চোখ বেঁধে অটোরিকশায় করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরপরই পরিবারের সদস্যরা ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় একজন জানান, রেললাইনের পাশে একটি মোবাইলের আলো দেখা যাচ্ছে। সেখানে গিয়ে পরিবারের সদস্যরা বাদশার গলাকাটা মরদেহ দেখতে পান।

‎মিঠুনের অভিযোগ, তার বাবাকে অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ রেললাইনের ওপর ফেলে রাখা হয়েছে। তিনি আরও জানান, বাদশা মুদি দোকানের পাশাপাশি জমি কেনাবেচার ব্যবসায়ও জড়িত ছিলেন।

‎ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর