সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ চা পাতা নিয়ম বহির্ভূতভাবে সংরক্ষণের দায়ে শাওন চা কোম্পানি লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের নারিচা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
তিনি জানান, মেয়াদোত্তীর্ণ চা সঠিক নিয়মে সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুস সালামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিল।
/এমএ