সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ব্যবসায়ীক লেনদেনের পাওনা টাকা চাইতে যাওয়ায় বরং ভাটা দখলের অপবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে যুবরাজ ব্রিকস (ইটভাটা)-এর মালিক জহুরুল মোল্লার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর স্কুল মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রঞ্জু প্রামানিক।
সংবাদ সম্মেলনে রঞ্জু প্রামানিক বলেন, আমি জহুরুল মোল্লার কাছে ব্যবসায়ীক লেনদেনের পাওনা টাকা চাইতে গিয়েছিলাম। কিন্তু সে চক্রান্ত করে আমার নামে ভাটা দখলের মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। আমি বা আমার কেউই ভাটা দখল করতে যাইনি, গিয়েছিলাম শুধু হিসাব চাইতে। অথচ সেই পাওনা টাকা না দিয়ে উল্টো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
এসময় লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার বলেন, যে যুবরাজ ভাটা দখলের অভিযোগ করা হয়েছে, সেটির মালিকই জহুরুল মোল্লা নন। বরং তিনি নিজেই দীর্ঘদিন ধরে একই কৌশলে বিভিন্নজনের ভাটা দখল করেছেন। এর আগেও তিনি শিপন মোল্লা, বিরু মোল্লা, মান্নান প্রাং সহ অনেকের ভাটা দখল করে নিয়েছেন।
একই অভিযোগ করেন ইউনিয়নের সাবেক সদস্য কামাল প্রাং এবং বর্তমান সদস্য আবুল বাশার তোতা। তারা বলেন, জহুরুল মোল্লা দীর্ঘদিন ধরে ভাটা ও মাটি ব্যবসাকে একটি শক্তিশালী সিন্ডিকেটে পরিণত করেছেন। প্রতিবছরই প্রশাসন ম্যানেজ করার কথা বলে প্রতিটি ভাটা থেকে এক-দের লক্ষ টাকা করে চাঁদা আদায় করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, শাহিন হোসেন, রাসেল আলী, মমিন হোসেন অনু, ইয়ারুল সরদার, সাব্বির হোসেন কামিসসহ শতাধিক এলাকাবাসী।
/এমএ