শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে চালকলে পোড়ানো হচ্ছে ঝুট ও প্লাস্টিক, পরিবেশে ভয়াবহ দূষণ

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীর বিভিন্ন চালকল এলাকায় ধান সিদ্ধ করার জন্য জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে পোড়ানো হচ্ছে গার্মেন্টস শিল্পের অবশিষ্ট কাপড়ের টুকরা (ঝুট), প্লাস্টিক সামগ্রী এবং স্যান্ডেল তৈরির ফেলে দেওয়া উপকরণ।

‎চালকল মালিকরা কম খরচে প্রচুর পরিমাণে গরম বাষ্প তৈরি করতে এই অনিরাপদ জ্বালানির ব্যবহার শুরু করেছেন। ফলে চুল্লি থেকে নির্গত হচ্ছে ঘন কালো ধোঁয়া, যা সরাসরি পরিবেশে মারাত্মক প্রভাব ফেলছে।

‎উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ চালকলে এসব ঝুট ও প্লাস্টিক পোড়ানো হচ্ছে। ফলে চুল্লি থেকে নির্গত হচ্ছে ঘন কালো বিষাক্ত ধোঁয়া, যা পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

‎স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই ধোঁয়ার কারণে এলাকায় শ্বাসকষ্ট, চোখে জ্বালা-পোড়া, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে। পাশাপাশি, কৃষিজমি ও গাছপালার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।

‎পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কাপড়, প্লাস্টিক বা রাসায়নিক উপকরণ পোড়ানোর ফলে কার্বন মনোক্সাইড, সালফার অক্সাইড, ডাইঅক্সিনসহ ক্ষতিকর বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়, যা দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

‎এভাবে ঝুঁকিপূর্ণ বর্জ্যদ্রব্য পোড়ানো দীর্ঘদিন ধরে চললেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর