রবিবার, আগস্ট ২৪, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎ঈশ্বরদীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে ধর্ষণ মামলার একমাত্র আসামি মো. শিমুল (২৭) গ্রেফতার হয়েছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব।

‎গ্রেফতার হওয়া শিমুল ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।

‎র‌্যাব-১২, সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈশ্বরদী থানার মুলাডুলি এলাকার ডাব্লু পার্কে এক নারীকে মিথ্যা আশ্বাস ও বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন শিমুল। পরবর্তীতে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে শিমুল তাকে গালিগালাজ করে এবং বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

‎এরপর ভুক্তভোগী নারী ঈশ্বরদী থানায় শিমুলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

‎গ্রেফতারকৃত শিমুলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর