শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
spot_img

ঈশ্বরদী পৌরসভায় দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদী পৌরসভায় বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ মে) সকাল ১১টা থেকে পাবনা জেলার সমন্বিত দুদক কার্যালয়ের একটি টিম পৌরসভা কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে টিমটি পৌরসভার বিভিন্ন কক্ষ ও দাফতরিক এলাকা পরিদর্শন করে, স্থানীয় জনসাধারণকে জিজ্ঞাসাবাদ করে এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে।

‎প্রাথমিক পর্যবেক্ষণে ঈশ্বরদী স্টেডিয়ামের উন্নয়নকাজ, অরনকোলা পশুহাটের ইজারা ও বাজার এলাকার জমি দখল সংক্রান্ত বেশ কিছু কর্মকাণ্ডে অনিয়মের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে টিম।

‎দুদকের এনফোর্সমেন্ট টিম আরও বিস্তারিত যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহ করেছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে কমিশনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর