শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

নীলফামারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের খালাতো ভাই তুহিনের মুক্তির দাবিতে জেলা যুবদলের বিক্ষোভ

সেলিম রেজা, নীলফামারী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের  সাবেক সংসদ সদস্য  ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে  জেলা যুবদল।

রবিবার (০৪ মে/২৫) বিকেলে নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের নির্দেশনায় যুবদলের নেতা-কর্মীরা সাবেক এমপির মুক্তির দাবিতে শহরের প্রধান প্রধান সড়ক মিছিল নিয়ে প্রদক্ষিন শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে একত্রিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজাউদ্দৌলার সঞ্চালনায় সাবেক সংসদ সদস্য তুহিনের মুক্তির দাবীতে বক্তব্য রাখেন, নীলফামারী জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু, সহ-সভাপতি মীর সেলিম ফারুক, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু, পৌর যুবদলের আহবায়ক হাসানুজ্জামান তৌহিদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু সহ অনেকে। এসময় সমাপনি বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।

বক্তারা বলেন, গণবিপ্লবের পরেও  বৈষম্যের স্বীকার  হয়েছে জিয়া পরিবার। আমরা আশানুরুপ বিচার পেলাম না। বর্তমান গণতান্ত্রিক দেশে আমাদের নেতা তুহিন কেন মুক্তি পাবে না? এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন? এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের  মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, তুহিন  নীলফামারীর একজন বলিষ্ঠ নেতা। দ্রুততম সময়ে তাকে জামিন দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া নাহলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। শুধু নীলফামারী নয় পুরো উত্তরাঅঞ্চল অচল করে দিবো আমরা। এছাড়াও বিক্ষোভ মিছিলে উপ: ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর