সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের মিছিল-মিটিং ও আন্দোলন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমন স্পর্শকাতর এলাকায় এই ধরনের কর্মসূচি বিশ্বে নজিরবিহীন ও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
গত ২৮ এপ্রিল থেকে এনপিসিবিএল-এর একটি অংশ ধারাবাহিকভাবে আন্দোলন করছে। ৬ মে তারা প্রকল্প এলাকা ছেড়ে উপজেলা সদরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। আন্দোলনকারীরা সার্ভিস রুল, পদোন্নতি, বেতন বৈষম্যসহ নানা দাবি তোলেন এবং ব্যবস্থাপনা পরিচালকের অপসারণ দাবি করেন।
এনপিসিবিএল কর্তৃপক্ষ মনে করিয়ে দিয়েছে, রূপপুর একটি ‘১ক’ শ্রেণির কেপিআই এলাকা। শৃঙ্খলাবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা থাকলেও আন্দোলন অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, মাত্র চার মাস হলো দায়িত্ব নিয়েছি। অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, তবে কিছু দাবি সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। আন্দোলনকে তিনি পরিকল্পিত ষড়যন্ত্র এবং পরমাণু নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেন।
/এমএ