Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

তেঁতুলিয়া’ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

তেঁতুলিয়া' উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়: দীর্ঘ পনেরো বছর পর (৯ মে ‘২০২৫) শুক্রবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তেঁতুলিয়া উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহবায়ক মো. শাহাদৎ হোসেন রনজু এবং সদস্য সচিব রেজাউল করিম শাহীন নির্বাচিত হয়।

এছাড়াও দুটি সাংগঠনিক সম্পাদক পদে আবু বকর সিদ্দিক কাবুল ও আবু সাঈদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ মে) বিকালে উপজেলা সদরের তেঁতুলিয়া অডিটোরিয়াম চত্বরে আয়োজিত সম্মেলন শেষে কমিটির নাম ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু‌র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য অ্যাডভোকেট রইচ উদ্দিন এবং স্থানীয় নেতূবৃন্দ বক্তব্য দেন।

/এমএ

Exit mobile version