শনিবার, আগস্ট ২, ২০২৫
spot_img

কৃষি উন্নয়ন ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নীলফামারী জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেলিম রেজা, নীলফামারীপ: আগামী ২৩ই মে “”কৃষি উন্নয়ন”” পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ শে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নীলফামারী জেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ই মে) বিকেলের দিকে নীলফামারী আনন্দ বাবুর পুল সংলগ্ন আশা কমিউনিটি সেন্টারে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক  সম্পাদক কামরুজ্জামান জুয়েল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের  সাবেক সহ সভাপতি নাজমুল ইসলাম নাজু। জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী সঞ্চালনায় উপস্হিত বক্তব্য প্রদান করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের আহবায়ক মো: শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ রেজাউদ দৌলা,পৌর যুবদলের আহবায়ক হাসানুজ্জামান তৌহিদ,  সদস্য সচিব আবু সাইদ বাবু, ডোমার উপজেলা যুবদলের আহবায়ক ইফতাখার আলম তিতুমীর, সদস্য সচিব শাহিন আলম শান্তু,জলঢাকা উপজেলা যুবদলের আহবায়ক হারুন জোয়াদ্দার,সদস্য সচিব শাহিনুর হক বাবু সহ  জেলা উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী।

উপস্হিত সভায় বক্তরা বলেন তারুণ্যের রূপধারণ একমাত্র যুবদল।তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ কে  সফল করতে জেলা উপজেলা যুবদলের নেতাকর্মী, সমর্থকদের একত্রিত হতে হবে।এছাড়া তারা বলেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর