শুক্রবার, আগস্ট ১, ২০২৫
spot_img

ঈশ্বরদীতে অবৈধ মাটি-বালি উত্তোলনে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা

সিয়াম রহমান, ঈশ্বরদী প্রতিনিধি: ‎পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের নবীনগর ঘাট এলাকায় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

‎সোমবার (১২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।

‎জানা গেছে, জরিমানাকৃত রুবেল হোসেন ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইবাদুল হোসেনের ছেলে। অভিযানে ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর