সেলিম রেজা, নীলফামারী: ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নীলফামারী সরকারি কলেজ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী কলেজ শাখা।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার কর্মসূচি পালিত হয়।
কলেজ শিবিরের সেক্রেটারি মুসা ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির, নীলফামারী সরকারি কলেজ শাখার সভাপতি মো হাসান আলী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক হাফেজ ড. খায়রুল আনাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলাম, এছাড়াও আরো বক্তব্য রাখেন, নীলফামারীর শহর শাখার দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন, শিক্ষা সম্পাদক কাজী হাসিনুর, অর্থসম্পদ আ: রশিদ, কলেজ শাখার দপ্তর সম্পাদক মোস্তাফিজুররহমান অনেকে।
/এমএ


 
                                    