পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা কমিটিতে শরিফুল ইসলাম নিশাদ কে সভাপতি করাই পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক এনামুল হক হৃদয়ের নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল শেষে মিষ্টি বিতরণ করা হয়।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় পাকুন্দিয় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পাকুন্দিয়া থানা মোড় সংলগ্ন গিয়ে শেষ হয়। দুর্যোগপূর্ন পরিস্থিতির মধ্যে মিছিলটি সংক্ষিপ্ত করে সবাইকে শরিফুল ইসলাম নিশাদ ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করা হয়।। এসময় বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে যুগ্ন আহবায়ক এনামুল হক হৃদয় বলেন, যোগ্য নেতৃত্ব মূল্যায়নের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন নেতৃত্ব বাঁছাই করেছেন। এতে নির্যাতিত ও হতাশাগ্রস্থ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আগামীদিনে রাজপথের আন্দোলন সংগ্রামে এই কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আস্থার মূল্যায়ন রাখবে বলে আমরা আশা করছি।
/এমএ