রবিবার, আগস্ট ১৭, ২০২৫
spot_img

পঞ্চগড়ে ‘১২০ টাকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেল ১৪ জন

মেহেদী হাসান মিরাজ, পঞ্চগড়: পঞ্চগড় জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুযারি- ২০২৫ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ। 

পঞ্চগড় জেলা হতে কোন রকম ঘুষ, তদবির ছাড়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে চাকরি পেল ১৪ জন।

 ১৬-০৫-২০২৫খ্রিঃ পঞ্চগড় জেলায় নিয়োগযোগ্য শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়, পুলিশ লাইন্স ড্রিল শেডে  সন্ধ্যা ৮.৩০ ঘটিকায়  আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের  পিতা কৃষক, শ্রমিক, নৈশ্যপ্রহরী, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও লন্ড্রি ব্যবসা করেন বলে জানা যায়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহব্বান জানান এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।

এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), দিনাজপুর ও জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) , নীলফামারী  সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১৩৩১জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩৬১জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ৯৮জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে  চূড়ান্তভাবে ১৪জনকে  প্রাথমিকভাবে মনোনীত করে পঞ্চগড় জেলা টিআরসি-২০২৫ নিয়োগ বোর্ড এবং ০৩ জনকে অপেক্ষমান তালিকায় রাখেন।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর