রবিবার, আগস্ট ১৭, ২০২৫
spot_img

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাজুক অবস্থা: ছাদ থেকে ঝরছে পলেস্তরা, ঝুঁকিতে রোগীরা

সিয়াম রহমান, ঈশ্বরদী: ‎পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে আতঙ্কে দিন কাটাচ্ছেন রোগীরা। দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় হাসপাতাল ভবনের ছাদের অবস্থা এতটাই ভয়াবহ যে, মাঝেমধ্যেই খসে পড়ছে পলেস্তরা। এতে একদিকে যেমন আহত হওয়ার ঝুঁকিতে পড়ছেন রোগী ও স্বজনরা, অন্যদিকে হাসপাতালের প্রতি মানুষের আস্থা কমছে বলে মনে করছেন স্থানীয়রা।

‎জানা গেছে, সর্বশেষ ২০১৯ সালে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে কিছুটা রঙ ও মেরামতের কাজ হয়েছিল। এরপর কেটে গেছে ছয় বছর, কিন্তু আর কোনো সংস্কার চোখে পড়েনি। পুরোনো ভবনের ছাদে এখন দেখা দিয়েছে ফাটল, সেখান থেকেই হঠাৎ হঠাৎ ভেঙে পড়ছে পলেস্তরা।

‎এক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, “আমার বাবাকে গতকাল ভর্তি করিয়েছিলাম। আজ সকাল আটটার দিকে ছাদ থেকে একটা বড় অংশ খসে পড়ে তার শরীর ও বিছানায় পড়ে। প্রায় এক ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ পরিষ্কার করতে আসেনি। শেষে আমরা নিজেরাই পরিষ্কার করতে বাধ্য হই।” ‎এমন অভিজ্ঞতার কথা অন্য রোগীরাও জানিয়েছেন।

‎সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এমন বিপজ্জনক অবস্থার মধ্যেও কর্তব্যরত নার্স বা কর্মীদের মাঝে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

‎জনস্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়া সত্ত্বেও এ রকম অযত্ন ও অব্যবস্থাপনা স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রতি জনমনে আস্থাহীনতা তৈরি করছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন।

‎হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মোছাঃ নাজনীন আফরোজ জানান, “করোনাকালীন সময়ে কিছুটা মেরামত হয়েছিল, কিন্তু এরপর থেকে আর কোনো কাজ হয়নি।”

‎সম্প্রতি যোগদান করা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী আহসান বলেন, “আমি মাত্র চার মাস আগে যোগ দিয়েছি। আমার নিজ অফিসের ছাদ থেকেও মাঝেমধ্যে পলেস্তরা পড়ে। রোগীরাও একই সমস্যার ভুক্তভোগী। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। অবিলম্বে সংস্কার প্রয়োজন।”

‎স্থানীয়রা বলছেন, ঝুঁকিপূর্ণ এই ভবনে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর